ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

‘এই মূহুর্তে ইবি শিক্ষক সমিতির নির্বাচন সম্ভব নয়'

প্রকাশনার সময়: ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬:১৭

সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূহুর্তে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। শনিবার বিভিন্ন শিক্ষক সংগঠনের সাথে আলোচনা শেষে সমিতির নিকট লিখিত বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার জিয়া পরিষদ, শাপলা ফোরাম ও গ্রীন ফোরামকে পৃথকভাবে আলোচনার জন্য আহ্বান করেন। এ আলোচনায় শাপলা ফোরাম ও গ্রীন ফোরাম তাদের অভিমত জানালেও জিয়া পরিষদ অংশগ্রহণ করেননি। এ ছাড়াও নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলেও জানান তারা। আলোচনা শেষে নির্বাচন কমিশনার সমিতির সভাপতিকে সার্বিক পরিস্থিতি জানান। এ ছাড়াও এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব না বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'আমরা নির্বাচনের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছি। জিয়া পরিষদ নির্বাচন বয়কট করেছেন। এ ছাড়াও অন্য সংগঠন তাদের মতামত জানিয়েছেন। কাউকে বাদ দিয়ে নির্বাচন করা যুক্তিসঙ্গত হবে না। তাই এই পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব নয় বলে আমি জানিয়েছি। পরিবর্তী সিদ্ধান্ত শিক্ষক সমিতি জানাবেন।'

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, 'নির্বাচন কমিশন থেকে একটি লিখিত পেয়েছি। তারা নির্বাচন পরিচালনা করতে অপারগতা প্রকাশ করেছেন। আমরা শীঘ্রই কার্যনির্বাহী কমিটির মিটিং ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নিব।'

এদিকে, গণহত্যার দায়ে অভিযুক্ত স্বৈরাচারের দোসর ও সহযোগী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিচার ও প্রতিনিধিত্বের সুযোগ প্রত্যাহারের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। শনিবার উপাচার্যের কার্যালয়ে তারা এ স্মারকলিপি দেন।

এসময় তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা কোন ভাবেই যেন প্রতিনিধিত্বমূলক নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ