ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘তারুণ্য মেলা’ আয়োজনের নির্দেশ

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩

‘তারুণ্যের উৎসব’ এর অংশ হিসেবে হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হবে ‘তারুণ্য মেলা’।

এ উৎসব বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘ফ্যাসিবাদী’ কার্যক্রম নিয়ে তথ্য চিত্র প্রদর্শন ও ‘ফ্যাসিবাদ বিরোধী ব্যক্তিদের’ নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব দীপায়ন দাস শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ বাস্তবায়নে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৫ (বিপিএল)-এর সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী ইয়ুথ ফেস্টিভাল বাস্তবায়নের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি নিতে হবে।

এর মধ্যে থাকবে শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিদিন শ্রেণি কার্যক্রম চলাকালীন একটি নির্দিষ্ট সময়ে শ্রেণিকক্ষ ও নিজস্ব প্রতিষ্ঠান প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা। এ ছাড়া সপ্তাহে এক দিন শ্রেণি চলাকালীন কোনো এক নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের কাছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সফল উদ্যোক্তা ব্যক্তিদের জীবন ও সফলতার গল্প তুলে ধরতে বলা হয়েছে। একই সঙ্গে পলিথিন, প্লাস্টিক বর্জন ও পরিবেশ সুরক্ষাসংক্রান্ত বিষয়ে সবাইকে সচেতন করার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ শিক্ষাপ্রতিষ্ঠানে নারী ও শিশু নির্যাতন বিরোধী শপথ : সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতনবিরোধী শপথবাক্য পাঠের নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, সিদ্ধান্ত অনুযায়ী ৫ ডিসেম্বর সকাল ১০টায় সারা দেশে একযোগে শিক্ষার্থী কর্তৃক নারী ও শিশু নির্যাতনবিরোধী শপথ পাঠ করানোর সিদ্ধান্ত হয়েছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ