ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

পবিপ্রবি ও চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি

প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:৩০

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব প্লান্ট প্রটেকশন বিভাগের মধ্যে এক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে দিনব্যাপী আয়োজিত সেমিনার টক অনুষ্ঠানে চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়।

পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (আরটিসি) উদ্যোগে আয়োজিত সেমিনার টকে আরটিসির পরিচালক অধ্যাপক ড. মো. মামুন-উর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাস ও চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব প্লান্ট প্রটেকশন বিভাগের ডিন অধ্যাপক ড. জুন লিউ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পেপার উপস্থাপন করেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, আরটিসির পরিচালক অধ্যাপক ড. মো. মামুন-উর-রশিদ, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. রুবেল মাহমুদ এবং চায়না থেকে আগত অধ্যাপক ড. জুন লিউ,অধ্যাপক জিহং লি, সহযোগী অধ্যাপক ড. ওয়ারসেঙ জাও।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, গত ২৫ বছর ধরে পবিপ্রবি দেশের কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে এ সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, উচ্চতর প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের পরস্পর বিশ্ববিদ্যালয়ে কৃষি গবেষণা কার্যক্রমের দ্বার উন্মোচিত হলো।

এ সময় আরো উপস্থিত ছিলেন পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানসহ পবিপ্রবির গবেষক ও শিক্ষকরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ