বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে যারা

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:২৫

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ২০২৪-২৫ সেশনের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি কার্যনির্বাহী গঠন করা হয়েছে। এতে সভাপতি বেইজিংয়ের নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মো. জান্নাতুল আরিফ এবং সাধারণ সম্পাদক হিসেবে চীনের ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরো-রিহ্যাবিলিটেশন বিভাগের পিএইচডি গবেষক মো. মনিরুজ্জামান শিহাব নির্বাচিত হয়েছেন।

রোববার (১ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (৩০ নভেম্বর) চীনের বেইজিং শহরে বেলা ৬টায় কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ড. এস এম মিনহাস, আসগর আহমেদ, ইফতে খাইরুল হক ইমন, আব্দুল্লাহ আল বারী ভুবন উম্মে হাবিবা সাদিয়া, যুগ্ম সম্পাদক এন্ড্রু দাস শুভ্র, মো. আমিরুল ইসলাম, মো. আবু কাউসার, শুয়াইবা তাসনিম ও মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নয়ন কুমার চৌধুরী, অফিস সম্পাদক রাওহা বিন মেজবা, অর্থ সম্পাদক মোহাম্মদ আদিল, প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক মিসবাহুল আমিন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক জি এম মাজহারুল ইসলাম, শিক্ষা সম্পাদক মো. রিজাউল করিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু বকর হায়াত অর্ণব, মানবসম্পদ সম্পাদক রিয়ান হাসান, সামাজিক যোগাযোগ সম্পাদক মাইশা মমতাজ, সমাজ কল্যাণ সম্পাদক মো. সাইদুর রহমান ও সাংস্কৃতিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আব্দুল্লাহ আল তানিম, কৃষ্ণ সরকার দীপু, মো. রিসার আব্দুল্লাহ, মোহাম্মদ আবরার ইয়াযদানী, লুবনা জাহান তাসনিন অনন্যা, ফাহিম শাহরিয়ার, নাইমা আক্তার, মো. নাঈম হাসান ও মো. রিফাদ উজ জামান নির্বাচিত হন।

বাংলাদেশ চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চীনে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ