ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খুবিতে ২ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

প্রকাশনার সময়: ২৯ নভেম্বর ২০২৪, ২০:৩৪

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দুই দিনব্যাপী জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

খুবির ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে শুক্রবার (২৯ নভেম্বর) এ প্রদর্শনী শুরু হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনীতে স্থান পাওয়া জুলাই বিপ্লবের আলোকচিত্রগুলো ঘুরে দেখেন এবং আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের প্রদর্শনী আয়োজনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী।

আরও উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি সুমন রায় ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেহরাজসহ সোসাইটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ