ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চবিতে তরুণদের উদ্যোক্তা তৈরি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৪, ২৩:৩৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হাল্ট প্রাইজের উদ্যোগে আয়োজিত হয়েছে 'Entrepreneurs POV' শীর্ষক অনুপ্রেরণামূলক প্রোগ্রাম।

বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল অনট্রাপ্রেনিউরশিপ উইক-২০২৪ (GEW) উপলক্ষে তরুণদের উদ্যোক্তা তৈরিতে সহায়তা এবং উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

হাল্ট প্রাইজের চবির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল অনট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ'র ব্যবস্থাপনা পরিচালক কে এম হাসান রিপন।

এছাড়া উপস্থিত ছিলেন, নেক্সজেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সোমেন কানুনগো, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা ও মালিক মনজুরুল হক এবং সিকো এরিনার ডিরেক্টর ইসমাম চৌধুরী, হাল্ট প্রাইজের উপদেষ্টা চবি মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম।

পাশাপাশি এবারের অনক্যাম্পাস রাউন্ডের ক্যাম্পাস ডিরেক্টর ছিলেন মো. আমিনুল ইসলাম শরীফ ও চিফ অফ স্টাফ ছিলেন জান্নাতুল মাওয়া মিথিলা।

অনুষ্ঠানে বক্তারা তাদের বাস্তব অভিজ্ঞতা, সাফল্যের গল্প এবং চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল তুলে ধরেন, যা অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্যোক্তা হয়ে উঠার অনুপ্রেরণা যোগায়।

কে এম হাসান রিপন বলেন, 'বাংলাদেশে আমরা নোবেল পুরস্কারকে সম্মান করি, কিন্তু শিক্ষার্থীদের উদ্ভাবনগুলো প্রায়ই উপেক্ষিত হয়। হাল্ট প্রাইজ একটি 'শিক্ষার্থী নোবেল প্রক্রিয়া' হিসেবে কাজ করে, যেখানে সম্ভাবনাময় উদ্যোক্তারা সঠিক ব্যক্তিদের সঙ্গে সংযোগের সুযোগ পান—যা সম্ভাবনাকে সাফল্যে রূপান্তর করার মূল চাবিকাঠি।'

অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, 'Entrepreneurs POV’ প্রোগ্রামটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুণদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এ ধরনের আয়োজন তাদের দক্ষতা উন্নয়নে সহায়ক হবে এবং ভবিষ্যতে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।'

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ