হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৫৮তম একাডেমিক কাউন্সিল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক।
একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক ডা. মো. ফজলুল হক বলেন, আগামী মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। বিশ্ববিদ্যালয় এবং আবাসিক হল কবে খোলা হবে তা সেদিনই জানা যাবে।
বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মো. জাকারিয়া রহমান বলেন, আশাকরি এবারের একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সেমিস্টার সিস্টেম সংক্ষিপ্ত করার ব্যাপারে যুগোপযোগী সিদ্ধান্ত আসবে। আমরা দীর্ঘ সময় ধরে এ সিদ্ধান্তটির জন্য অপেক্ষা করছি। সেই সঙ্গে আমরা শিগগির ক্যাম্পাসে ফিরতে চাই।
উল্লেখ্য, শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ৫৮তম একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে। এবারের কাউন্সিলে আসন্ন জিএসটির (২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের) ভর্তি পরীক্ষাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসার কথা জানা গেছে।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ