ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

যবিপ্রবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কর্মচারী বরখাস্ত

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২৪, ১৯:০০ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১৯:৪৭

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মনিরামপুরগামী বাসে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জনিয়ারিং (ইইই) বিভাগের ল্যাব সহকারী মনিরুজ্জামানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ জানালে অভিযুক্ত কর্মচারীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, যবিপ্রবি ক্যাম্পাস থেকে মনিরামপুরগামী বাসে সোমবার (৪ নভেম্বর) অভিযুক্ত মনিরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের ছাত্রীর পিছনের সিটে বসে জানালার পাশের ফাঁকা জায়গা থেকে ছাত্রীর গায়ে হাত দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনা ওই ছাত্রীর সহপাঠীরা জানলে পরের দিন মঙ্গলবার সকালে মনিরামপুগামী বাস ক্যাম্পাসে প্রবেশ করলে বাস থেকে অভিযুক্ত মনিরুজ্জামানকে নিচে নামান তারা। এ সময় তার সহপাঠী শিক্ষার্থীরা তাকে চড় থাপ্পড় মারতে থাকেন।

এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে আইপিই বিভাগের শিক্ষার্থীরা। অভিযুক্ত মনিরুজ্জামান এর আগে অনেকের সাথেই এরকম অশালীন কাজ করেছেন বলে জানায় বিক্ষোভকারীরা।

ঘটনার একপর্যায়ে ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্তকে কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া অভিযুক্ত ওই কর্মচারীর মুচলেকা নিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন বলেন, অভিযুক্ত মনিরুজ্জামানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ