ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তিন দফা দাবিতে জবিতে প্রশাসনিক ভবনে তালা

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২৪, ১৪:৪০

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো প্রশাসননিক ভবনে তালা দিয়ে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরব শিক্ষার্থীরা৷ আজ মঙ্গলবার (৫ নভেম্বর) তিন দফা দাবিতে দুপুর ১২টায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা৷

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:

১. স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং সাত দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে এ দায়িত্ব অর্পণ করতে হবে।

২. শিক্ষা মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেয়া হয়েছে এবং হস্তান্তর প্রক্রিয়ার রূপরেখা স্পষ্ট করতে হবে।

৩. অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সকল চুক্তি বাতিল করতে হবে।

আন্দোলনে ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস বলেন, প্রশাসন বার বার শুধু আমাদের আশ্বাস দিচ্ছে৷ স্বাধীন দেশে অধিকার পাওয়ার জন্য বারবার যদি আন্দোলন করতে হয় তাহলে কিসের স্বাধীনতা পেলাম আমরা।

আরেক শিক্ষার্থী বলেন, প্রশাসন এসি রুমে বসে থাকে আর জগন্নাথের শিক্ষার্থীরা আবাসনহীন কষ্ট করে। আমরা আর ছাড়পুকার কামর খেতে চাই না৷

যত দ্রুত সম্ভব সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করেন।

তৃতীয় দিনে ক্লাসে ক্লাসে ক্যাম্পেইন ও জনমত গঠন করার কর্মসূচি ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীরা আজকের মতো তাদের আন্দোলন সমাপ্ত করেন৷

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ