ঢাকা, বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে এলজিইউডি বিভাগের প্রধান হলেন সাদিক হাসান শুভ

প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২৪, ১৪:৫৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন (LGUD) বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক সাদিক হাসান শুভ।

রোববার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন-২০০৬ এর ধারা ২৪ এর উপধারা (৩) মোতাবেক যোগদানের তারিখ হতে কার্যকর হওয়ার ভিত্তিতে কার্যকর হওয়ার শর্তে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য সহকারী অধ্যাপক সাদিক হাসান শুভকে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সাদিক হাসান শুভ দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

সাদিক হাসান শুভ বলেন, আমি ২৮ অক্টোবর বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছি। বিভাগের কার্যক্রমকে এগিয়ে নিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছি। বিভাগের কার্যক্রমকে আরো গতিশীল করতে ও সমৃদ্ধি আনয়নের লক্ষ্যে শিক্ষকদের সমণ্বয়ে শিক্ষার্থী পরামর্শ (একাডেমিক) সেল, প্রশাসনিক ও আর্থিক পরামর্শ সেল, শিক্ষার্থী পরামর্শ (নন-একাডেমিক) সেল, একাডেমিক উন্নয়ন সেল, সাংস্কৃতিক সেল ও নান্দনিক সেল নামে মোট ৬টি সেল গঠন করেছি।

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছি। আমি বিভাগের অ্যাকাডেমিক কার্যক্রমকে গতিশীল এবং ত্বরান্বিত করতে কাজ করছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন প্রোগ্রাম ও আয়োজনের সাথে বিভাগকে সংযুক্ত করার চেষ্টা করবো। এক্সচেঞ্জ স্কলারশিপ চালুর ব্যাপারেও কাজ করবো৷ শিক্ষার্থীদেরকে জব রেডি পারসন হিসেবে গড়ে তোলা আমার অন্যতম লক্ষ্য। সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।

উল্লেখ্য, সাদিক হাসান শুভ ইনিশিয়েটিং কোয়ালিটি এজুখেইশন ইন বাংলাদেশ (IQEB) এর প্রধান উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। প্রতি মাসে 'IQEB' থেকে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ