ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেরোবি প্রতিষ্ঠার পর প্রথম হলের মসজিদে মাইকে আজান

প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৬ বছর পর প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মসজিদে মাইকে আজান দেওয়া শুরু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) বঙ্গবন্ধু হলের মসজিদে মাইক লাগানোর পর এশার আজান মাইকের মাধ্যমে দেওয়া হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এর আগে কখনো মসজিদে মাইকের সাহায্যে আজান দেওয়া হয়নি। কারণ স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে এটা কখনো সম্ভব হয়ে উঠেনি। সেই সময় নামাজ আদায় করলে জঙ্গি হিসেবে আক্ষায়িত করা হতো।

এ হলের মসজিদে মাইক দিয়ে আজান দেওয়ায় শিক্ষার্থী আনন্দ প্রকাশ করেন। হলের শিক্ষার্থীরা বলেন আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি।

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আমির শরীফ বলেন, এটাতো প্রয়োজন ছিলো। আর আমরা সব সময় ইতিবাচক কাজ করার চেষ্টা করবো। হলে আমরা শিক্ষার্থীদের জন্য সুন্দর সাজানো গোছানো করার চেষ্টা করতেছি এবং সামনে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ