ঢাকা, বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রমেক অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন 

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২৪, ১৭:১৭

রংপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মাহফুজার রহমনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের প্রতিবাদে মাঠে নেমে মানববন্ধন করেন সচেতন রংপুরবাসী ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

আজ রবিবার (৩ নভেম্বর) সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর মেডিকেল কলেজে যোগ্যতার ভিত্তিতে অধ্যক্ষ হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন প্রফেসর ডা. মো. মাহফুজার রহমন। ৩০ অক্টোবর অফিসে যোগদান করতে গেলে কিছু স্বার্থনেশী মহল বাধা প্রদান করেন। অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং অধ্যক্ষ অপসারণের দাবিতে ষড়যন্ত্র করছেন। তাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রদান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন রংপুরবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর হাজী কল্যাণ সংস্থার অধ্যক্ষ ডা. মো. আবু সাঈদ, মিস্ত্রিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. জয়নাল আবেদীনসহ রংপুরে বিভিন্ন সচেতন মহলের প্রতিনিধি ও শিক্ষার্থীরা।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ