ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বেরোবিতে প্রক্টরিয়াল বডির অভিযান, আটক ১২

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২৪, ০৯:২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রক্টরিয়াল বডির অভিযানে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৬ বহিরাগতকে আটক করা হয়েছে। পরে তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

শনিবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান চালায়। এতে পুলিশ ফাঁড়ি মাঠ, ভিসি মাঠ ও ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে ৪ টি যুগল সহ ১৬ জন বহিরাগতকে আটক করা হয়। পরে তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

বেরোবি প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান জানান, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন কাজ করছে। রাতে পুলিশ সদস্যদের সাথে নিয়ে আমরা প্রক্টরিয়াল বডির সদস্যরা অভিযান চালোনোর সময় মাঠের অন্ধকার থেকে ৪ বহিরাগত যুগল ও মাদক সংশ্লিষ্টতায় কয়েকজন যুবককে আটক করা হয়।

প্রথমবারের মতো আটক হওয়ায় তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় হয়। আগামীতেও আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ