ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ সংস্কার কমিশন বাতিল করে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো পূর্বঘোষিত সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচির পালন করছেন তারা।
আজ বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শহীদ মিনার থেকে বিক্ষোভ নিয়ে সায়েন্সল্যাব অবরোধ করেন।
শিক্ষার্থীরা জানান, গতকালও তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। তবে এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ কোনো নজর দেয়নি। দাবি আদায় না হওয়াপর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।
এ সময় তারা, ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তিপাক’, ‘নিপীড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দেন।
এদিকে রাস্তা অবরোধের কারণে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ওই এলাকার আশপাশের সড়কে বন্ধ হয়ে গেছে সব ধরনের যানচলাচল।
মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তায় যানজট না করে, শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুরোধ জানালেও সে কথা মানছেন না শিক্ষার্থীরা।
এর আগে, একই দাবিতে তিন দিন সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। পরে তারা তিন দফা দাবি জানিয়ে সেগুলো পূরণের জন্য আল্টিমেটাম দেন।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ