ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খুবি রিসার্চ সোসাইটির দায়িত্ব হস্তান্তর

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২৪, ২১:২৭

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) রিসার্চ সোসাইটির ২০২৪-২৫ সালের নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটি সভাপতি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবাশীষ অধিকারী এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শিক্ষা ডিসিপ্লিনের একই বর্ষের শিক্ষার্থী বিজন রায়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, শিক্ষাজীবন থেকেই গবেষণা কাজে যুক্ত হওয়া দারুণ এক অনুভূতি। বিশেষ করে গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান বিকাশের পাশাপাশি সমাজের কাছে নিজেদের মৌলিকত্ব তুলে ধরতে পারে। শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা, গবেষণার বিষয়বস্তু নির্ধারণ, প্রজেক্ট পেপার লেখা, জার্নাল আর্টিকেল পাবলিকেশনসহ নানা বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত এক বছরে তাদের কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানের শুরুতে 'বিজনেস অ্যান্ড সোশ্যাল ইংলিশ স্কিল্স এবং ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিল্স’ স্কলারশিপ অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত হয়। পরে নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

ছবি- নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক

নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি পদে মো. রেজওয়ানুল ইসলাম এবং সৌরভ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তপন কুমার কুণ্ডু এবং মো. সজিব, সাংগঠনিক সম্পাদক পদে নিশাত জাহান নাদিরা, দপ্তর সম্পাদক পদে গৌর মুণ্ডা, প্রচার সম্পাদক পদে মো. মেহেদী জামান, কমিউনিটিকেশন সম্পাদক পদে কাজী শাহেদ ইকবাল, প্রকাশনা সম্পাদক পদে নাঈমুর রহমান মুন্না, অর্থ সম্পাদক পদে আসমাউল হুসনা, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক পদে চয়ন বকশী, আন্তর্জাতিক সম্পাদক পদে ইমন আল মাহমুদ, আইটি সম্পাদক পদে আশিকুর রহমান উজ্জ্বল।

এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন মো. তৌকির জোয়ারদার, রাইতা সারওয়ার, মাহবুবুর রহমান আকাশ, আব্দুল্লাহ আল নোমান, সঞ্জীব দাশ, শারমিন সুলতানা, হৃদয়, মেহেরুন নেসা, নাঈমুজ্জামান দিপু, নুসরাত জাহান, মো. মোকাররম হোসেন, ফারহান শাহরিয়ার, তানভীর কবির শাওন এবং আল মুবিন শামস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিসার্চ সোসাইটির উপদেষ্টা ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির ইভ্যালুয়েশন এসোসিয়েট (ফিচার) শামীমা পারভীন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ