ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের ফিরছে বিজ্ঞান-মানবিক ও ব্যবসায় শিক্ষা

প্রকাশনার সময়: ১৬ অক্টোবর ২০২৪, ২২:৫৫

মাধ্যমিক পর্যায়ে আবারও বিজ্ঞানসহ অন্যান্য বিভাগ ফিরছে। অর্থাৎ নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে পারবেন।

বুধবার (১৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এক চিঠিতে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ না রাখার বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার অধীনে তারা পরীক্ষায় অংশ নেবেন। এজন্য দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ