শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছেলেদের আবাসিক শাহপরাণ হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-সস্ত্র ও মদ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইফতেখার আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৮ ও ১০ অক্টোবর প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসনের যৌথ অভিযানে এসব অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়।
শাহপরাণ হলের ২০২ নম্বর কক্ষ থেকে ১টি চাইনিজ কোড়াল ও গুটিকয়েক জিআই পাইপ, ৪২৪ নম্বর কক্ষ থেকে ১ বস্তা জিআই পাইপ, ১টি করে রামদা ও টিপ ছুরি, ৭টি বিদেশি মদের বোতল পাওয়া গেছে। এ ছাড়া হলের ৪১৭ ও ৪১৯ নম্বর কক্ষ থেকে ১টি করে জিআই পাইপ ও ১টি রডের টুকরো, ৪২৩ নম্বর কক্ষ থেকে ১টি করে মদের বোতল ও জিআই পাইপ উদ্ধার করা হয়েছে বলে জানান উদ্ধার অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট হলের কর্মচারীরা।
এ বিষয়ে শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইফতেখার আহমদ বলেন, ‘হল কর্তৃপক্ষ কক্ষগুলো পরিষ্কার করতে গিয়ে এসব অবৈধ সরঞ্জামগুলো পায়। হল প্রশাসন এসব সরঞ্জামগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করব। প্রশাসন সিদ্ধান্ত নিয়ে আইনানুগ ব্যবস্থা যা নেওয়ার নিবে।’
প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, ‘অবৈধ সরঞ্জামের সাথে জড়িত কাউকে কোন ছাড় দেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। প্রয়োজনে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশি মামলা করবে।’
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ