ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আবাসন সংকট নির্মূলের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২৪, ১৬:৪৪

আবাসিক সংকট নির্মূলের উদ্দেশ্যে নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে সেশনজটের শঙ্কা কাটাতে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করার দাবি তুলেন তারা।

আজ রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাকিল মিয়া বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩৫ বছর অতিক্রম করলেও এখানে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা খুবই নগণ্য। মোট শিক্ষার্থীদের মধ্যে

৩০ শতাংশের মতো শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা আছে। এতদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসন সংকট কাটাতে অবহেলা করেছে। নতুবা এতবেশি আবাসন সংকট থাকার কথা না।’

‘নতুন প্রশাসনের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে আবাসন ব্যবস্থার দিকে নজর দিতে। এ বিশ্ববিদ্যালয়ে অনেক দূর-দূরান্ত, প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা পড়তে আসে। আবার অনেককেই পড়াশোনার পাশাপাশি পরিবারকেও সাহায্য করতে হয়। এদের পক্ষে বাইরে মেস ভাড়া করে পড়াশোনা চালিয়ে যাওয়া কষ্টদায়ক। তাই কর্তৃপক্ষের কাছে বিনীত আহ্বান থাকবে দ্রুত আবাসন সংকট নির্মূলে ব্যবস্থা নেয়া।’

বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ও এনভারনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্ট্রাসের শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন, ‘কোরবানের ঈদের পর থেকে শিক্ষক ও ছাত্র আন্দোলনের কারণে শিক্ষার্থীরা প্রায় পাঁচ মাসের সেশনজটে পড়ে। এখন বিশ্ববিদ্যালয় সচল হওয়া পর কিছু বিভাগ পরীক্ষার রুটিন প্রকাশ করলেও বেশির ভাগ এখনো রুটিন প্রকাশ করেনি। আমাদের দাবি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা রুটিন প্রকাশ করে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে নেয়া। একই সঙ্গে নতুন হল নির্মাণ করে আবাসন সংকট কাটাতে হবে ‘

এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শোয়াইব আহমেদ, ফরেস্ট্রি ও এনভারনমেন্টাল সায়েন্স বিভাগের তৃতীয় বর্র্ষের শিক্ষার্থী আবদুল্লাহ মো. সাদ ও গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ ওবায়দুল্লাহ।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ