ঢাকা, রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রুদ্র সেন হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে সিলেট র‌্যাব-৯-এর পক্ষ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি খলিলুর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের মো. আব্দুল আওয়ালের ছেলে। অন্যদিকে ছাত্র আন্দোলন নিহত রুদ্র সেনের বাড়ি দিনাজপুর জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইন্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ছিলেন।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ ও র‍্যাব-১৪-এর যৌথ অভিযানে শনিবার দুপুর ১টায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা মামলায়

পলাতক আসামি খলিলুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিকে সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ