ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

পবিপ্রবির নতুন উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম

প্রকাশনার সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দশম উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পবিপ্রবির প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয়ে তিনি যোগদান করেন।

এসয় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ,কর্মকর্তা, কর্মচারী।

গতকাল ২৫ সেপ্টেম্বর, উপসচিব মোছা. রোখসানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের আদেশ জারি হয়।

আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ এবং জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণ করে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমাদের একটাই উদ্দেশ্য দেশকে নতুন করে গড়া, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে কাজ করতে চাই।

তিনি বলেন, শহীদের রক্তের কথা না ভুলে ফ্যাসিস্ট সরকারের আমলে আমার এই বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি হয়েছে, সকলের সহযোগিতায় তার সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে চাই।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ