উপাচার্য নিয়োগের দাবিতে ফের উত্তাল হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় তারা আগামীকালের মধ্যে উপাচার্য নিয়োগের আল্টিমেটাম দেন।
এর আগে বেলা ১১টার দিকে বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কে যান শিক্ষার্থীরা। তারা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এছাড়া শুক্রবার তারা মহাসড়ক অবরোধ করেন।
মহাসড়ক অবরোধ করে তারা ‘সবাই যখন স্বর্গে ইবি কেন মর্গে’, ‘ভিসি ভিসি ভিসি চাই, ইবিতে ভিসি চাই’, ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়’, ‘ঢাবি, রাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে রয়’, ‘সংস্কারমনা ভিসি চাই’ ‘দুর্নীতিমুক্ত ভিসি চাই’, ‘সৎ ও সাহসী ভিসি চাই’, ‘সেশনজটর কবর চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি’র সমন্বয়ক এস এম সুইট বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু আমাদের ক্যাম্পাসে এখনো কেন উপাচার্য দেয়া হয়নি। উপাচার্য না থাকায় আমাদের বিশ্ববিদ্যালয় সব কার্যক্রমে স্থিতি অবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ে কোনো কাজই ঠিকমতো হচ্ছে না।
তিনি আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন সৎ, যোগ্য ও শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি। এর মধ্যে উপাচার্য নিয়োগ দেয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দেব।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ