ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর

প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) ক্লাস শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে প্রভোস্ট কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

সভায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বীর প্রতীক তারামন বিবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী উঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়াও আবাসিক হলগুলোর প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম তদারক করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এবং হল প্রভোস্টগণের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

আবাসিক হলগুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের অনুপাতে জনবল পুনঃবন্টন করার সিদ্ধান্তসহ সভায় আবাসিক হলগুলোতে অবস্থানরত মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের অতিদ্রুত হল ছেড়ে যাওয়ার অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, 'মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের ওপর হলের সিট বণ্টনের বিষয়টি নির্ভর করছে৷ আমরা শীঘ্রই তাদের হল ছেড়ে যাওয়ার জন্য নোটিশ আকারে অনুরোধ করবো৷'

গত ২১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে শ্রেণি কার্যক্রম শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে গত ২২-২৯ ফেব্রুয়ারি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দীর্ঘ সাত মাস পর এবার ক্লাস শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ