ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ইবিতে দুর্নীতিবাজ উপাচার্য নিয়োগ হলে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি 

প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একাডেমিক স্থবিরতা দূরীকরণে দ্রুত যোগ্য, দুর্নীতিমুক্ত, সংস্কারমনা, শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগ দেয়ার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। একই সঙ্গে দুর্নীতিবাজ কাউকে উপাচার্য নিয়োগ দিলে সাধারণ শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্র সমাবেশে এসব দাবি করেন তারা। এর আগে দুপুর আড়াইটায় একই দাবিতে প্রধান ফটক থেকে মিছিল বের করেন তারা। এ সময় মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ছাত্র সমাবেশে মিলিত হন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদের পতনের পরেই সব উপাচার্যরা পদত্যাগ করেছেন। বর্তমানে ঢাবি, রাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য পেলেও ইসলামী বিশ্ববিদ্যালয় এখনো উপাচার্য পায়নি যা ক্যাম্পাসজুড়ে স্থবিরতা সৃষ্টি করেছে। এখন দ্রুত উপাচার্য নিয়োগ আমাদের মৌলিক দাবি।

তারা আরও বলেন, এর আগে ইবিতে যতজন উপাচার্য নিয়োগ হয়েছে এর অধিকাংশই দুর্নীতিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের কারণে মেয়াদ পূর্ণ করতে পারেনি। আমরা শুনেছি এবারও যারা উপাচার্যের জন্য দৌড়ঝাঁপ করছেন তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। যদি আবারও এরকম কোনো উপাচার্য নিয়োগ করা হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষনা করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে উপাচার্য না থাকার কারনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে সবকিছু পিছিয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের মনোবল ভেঙে পড়ছে। অনতিবিলম্বে একাডেমিক ও প্রশাসনিক স্থবিরতা দূরীকরণে যোগ্য, দুর্নীতিমুক্ত, সংস্কারমনা, শিক্ষার্থীবান্ধব উপাচার্য দ্রুততম সময়ের ভিতরে নিয়োগ দিতে হবে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ