ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বেরোবি শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা আত্মগোপনে 

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও বেরোবির সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার উদ্দেশে ছাত্রলীগের ক্যাডার বাহিনীর দেশি অস্ত্র হাতে ক্যাম্পাসে প্রবেশ ও বহিরাগত সন্ত্রাসী, টোকাইদের অনুপ্রবেশে সাহায্য করেন।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ব্যবহার করা হয়েছে ভারী অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। ছাত্রলীগ ও গুন্ডা বাহিনীর দিকনির্দেশক হিসেবে হেলমেট পরিধান করে অবস্থান করেছিল শিক্ষক। এসব শিক্ষক, কর্মকর্তা , কর্মচারী, ছাত্রলীগ নেতারা এখন গাঢাকা দিলেও অস্ত্র হাতে তাদের ভিডিও ফুটেজ এখন সবার হাতে হাতে ঘুরছে বেড়াচ্ছে।

গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস, পার্কের মোড়, (শহিদ আবু সাঈদ চত্বর) মহাসড়কসহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগ নেতাদের এসব অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে। এসবের নির্বিচার ব্যবহারে ঝরে গেছে শহীদ আবু সাঈদের মতো অনেক তাজা প্রাণ, আহত হয়েছে শতশত শিক্ষার্থী।

আবু সাঈদ নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বা বাইরে কোথায়ও দেখা মিলছে না তাদের।

এসব অস্ত্রধারীর মধ্যে রয়েছে- বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, সহসভাপতি বিধান বর্মন, মো. রেজওয়ান-উল-আনাম তন্ময়, মো. তানভীর আহমেদ, মো. শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাকিব-আল-হাসান, ধনঞ্জয় কুমার দাস টগর, মো. সেজান আহমেদ (আরিফ), মৃত্যুঞ্জয় রায়, সুদীপ্ত সরকার বাধন, মেহেদী হাসান মিরাজ, মেজবাউল সরকার জয়, ইমরান চৌধুরী আকাশ, কফি আনান মান্নান, উজ্জ্বল মিয়া, শাখাওয়াত হোসেন, শোয়াইবুল (সাল্লু), মোজ্জামেল হক, গ্লেসিয়ার রাব্বি, মুসান্নাবিন আহম্মেদ নাবিল, আবু সালেহ নাহিদ, মাসুদুল হাসান, হাবিবুর রহমান, জামাল, এস এম লাবু ইসলাম, শাহিন ইসলাম নাম না জানা আরো অনেক নেতাকর্মী।

এ ছাড়া আবু সাঈদ হত্যা মামলা আসামি বেরোবি শিক্ষক যারা লুকিয়ে বেড়াচ্ছে তারা হলেন- মো. মশিয়ার রহমান, মো. আসাদুজ্জামান মণ্ডল আসাদ। কর্মকর্তা মো. রাফিউল হাসান (রাসেল), নুর নাবী, মনিরুজ্জামান, পলাশ মিয়া, আবুল কালাম আজাদ এবং কর্মচারী নূর আলম, মুক্তার, আমির হোসেনসহ আরো অনেক কর্মচারী কর্মকর্তারা লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ