গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইনকিলাব মঞ্চের আয়োজনে এক ব্যতিক্রমধর্মী কাওয়ালি গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) নবনির্মিত মুক্তমঞ্চে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়, যা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রথম অনুষ্ঠান।
এ বিশেষ আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান এবং শিক্ষক সমিতির সভাপতি মো. ফাইকুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার শুভর উপস্থাপনায় কাওয়ালি আসরে একক ইসলামিক সংগীত, কোরাস, প্যারোডি এবং দলগত সংগীত পরিবেশন করা হয়। প্রায় হাজারখানেক দর্শক এ মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন। উপস্থিত দর্শকদের মধ্যে প্রথমবারের মতো ‘দফ’ বাজিয়ে গাওয়া সংগীত শোনার পর অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ