মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

বাকৃবিতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা 

প্রকাশনার সময়: ২৭ আগস্ট ২০২৪, ১৯:১০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক এলাকার এবিসি মাঠ সংলগ্ন গ্যারেজের সার্ভিস লাইনের তার চুরি করার সময় মো. হাবিবুর রহমান নামে এক ব্যক্তি বাকৃবি নিরাপত্তা শাখার কর্মীদের কাছে হাতেনাতে ধরা পড়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

ধরা পড়া ওই ব্যক্তির পিতার নাম মৃত ইদ্রিস আলী এবং সে বাকৃবি শেষ মোড়ের বাসিন্দা বলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা নিশ্চিত করেছেন।

বাকৃবির ভারপ্রাপ্ত চিফ সিকিউরিটি অফিসার মো. নজমুল ইসলাম বলেন, আটককৃত চোরকে ধরে জবানবন্দি নেওয়া হয়। আমি বাদি হয়ে ময়মনসিংহের কোতোয়ালি থানায় চোরের নামে মামলা করেছি। পরে ক্যাম্পাসে এসে কোতোয়ালি থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

চুরির সময় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কাউন্সিলের নতুন পরিচালক অধ্যাপক ড.মাসুম আহমাদ ।

গত কয়েক মাসে বাকৃবি ক্যাম্পাসে একাধিক বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ