ঢাকা, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬
ভিসি, রেজিস্ট্রারসহ কর্মকর্তারা অবরুদ্ধ

রবিন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থী অসুস্থ 

প্রকাশনার সময়: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪১

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবিন্দ্র বিশ্ববিদ্যালয়ে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন এর স্থায়ী পদত্যাগ দাবিতে আমরণ অনশন পালন করতে গিয়ে ৫ শিক্ষার্থীর অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন এর স্থায়ী পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ৩য় দিনেও শিক্ষার্থীদের আমরণ অনশন চলেছে। অনশন চলাকালীন এ পর্যন্ত ৫ শিক্ষার্থীর অসুস্থ হয়েছে বলে জানাগেছে। অসুস্থরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন আন্দোলকারী শিক্ষার্থীরা।

একদিকে, ক্যাম্পাসে অনশন ও অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভিসি আব্দুল লতিফ, রেজিস্ট্রার সোহরাব আলীসহ কর্মকর্তা ও শিক্ষকদের অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের দাবি অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে দ্রুত স্থায়ী বহিষ্কার করা হোক।

এ বিষয়ে, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভিসি প্রফেসর আব্দুল লতিফ বলেন, আজ রাতে মন্ত্রণালয়ের সাথে ভার্চুয়াল মিটিং করে বিস্তারিত জানানো হবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ