ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বন্যা ও আন্দোলনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় শাবি শিক্ষক সমিতি

প্রকাশনার সময়: ২৫ আগস্ট ২০২৪, ১৪:৫৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২৪, ১৫:০৩

দেশের বন্যা পরিস্থিতিতে বানভাসি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের ও নিহত স্বজনদের সহায়তায় আগস্ট ও সেপ্টেম্বরের একদিনের বেতন দিবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি।

রোববার (২৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, দেশের চলমান বন্যা পরিস্থিতিতে শিক্ষকদের আগস্ট মাসের একদিনের বেতন দিয়ে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াবে শাবি শিক্ষক সমিতি। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যয় মেটাতে এবং নিহত স্বজনদের সহায়তার জন্য সেপ্টেম্বর মাসের একদিনের বেতন দেয়া হবে জানান তিনি।

তিনি আরও বলেন, সেপ্টেম্বর মাসের একদিনের বেতন আমরা ক্ষতিগ্রস্তদের ওই মাসের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট সেকশনের সঙ্গে কথাও হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ