ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এপিএফনেট স্কলারশিপ পেলেন খুবির তিন শিক্ষার্থী

প্রকাশনার সময়: ২২ আগস্ট ২০২৪, ১৬:২৯ | আপডেট: ২২ আগস্ট ২০২৪, ১৬:৩০

এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ফর সাসটেইনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন (এপিএফনেট) স্কলারশিপ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষার্থী।

জানা যায়, এই স্কলারশিপের মাধ্যমে তারা চীনের নর্থওয়েস্ট এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ সেশনে ফরেস্ট ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তরে অধ্যয়ন করতে পারবেন।

স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সাকিব আল হাসান, মাহমুদা আক্তার জুঁই এবং একই ডিসিপ্লিনের ২০১৮-১৯ সেশনের মাইমুনা ইসলাম মুন।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, আশাকরি আমরা উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করতে সক্ষম হবো। সকলের কাছে আমাদের জন্য দোয়া এবং শুভকামনা প্রার্থনা করছি।

এ ছাড়াও তারা খুলনা বিশ্ববিদ্যালয়, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন এবং শিক্ষকদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ