ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

‘পানি নিয়ে রাজনীতি চলবে না চলবে না’ স্লোগানে উত্তাল বেরোবি

প্রকাশনার সময়: ২২ আগস্ট ২০২৪, ১০:৩৫

গভীর রাতে ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ায় পুরো নোয়াখালী, ফেনী, কুমিল্লা পানিতে প্লাবিত হওয়ায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পানি নিয়ে রাজনীতি, চলবে না চলবে না স্লোগানে উত্তাল তরঙ্গে পরিণত করেছে।

বুধবার (২১ শে আগস্ট) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ গেট থেকে স্লোগান দেওয়ার মাধ্যমে একটি বিশাল ভারতবিরোধী মিছিল বের হয় এবং মিছিলটি খামারমোড় থেকে ঘুরে এসে ২ নম্বর গেটে এসে শেষ করে। মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান প্রদান করে। এ সময় তারা পেতে চাও মুক্তি ছাড়ো ভারত ভক্তি ইত্যাদি স্লোগান দেন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, এ ভারত তাদের স্বার্থের কারণে আমাদের ওপর পানি দিয়ে দাবিয়ে রাখতে চায়। আমরা আর এটা সহ্য করব না, আমরা এখান থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ