ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা বাতিল 

প্রকাশনার সময়: ২০ আগস্ট ২০২৪, ১৭:১২ | আপডেট: ২০ আগস্ট ২০২৪, ১৮:১৩

এইচএসসি ও সমমান পরীক্ষার বাকি পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়েছে।

আন্তঃবোর্ড সমন্বয়ক তপন কুমার সরকার মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে এ ঘোষণা দেন।

তিনি বলেন, এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হলো। ফল কীভাবে প্রকাশ করা হবে তা পরে জানানো হবে।

এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের এক দফা দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন আন্দোলনকরী শিক্ষার্থীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ।

মঙ্গলবার বেলা চারটার দিকে তারা সচিবালয়ে ভেতরে ৬ নম্বর ভবনের ১৮ তলায় শিক্ষা মন্ত্রণায়ে ঢুকে পড়েন। এর আগে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ