ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

খুললো টেন মিনিট স্কুল

প্রকাশনার সময়: ১৩ আগস্ট ২০২৪, ১৮:২৬

দেশের জনপ্রিয় অনলাইন পাঠদান প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল খুলেছে। শুরু হয়েছে প্রতিষ্ঠানটির অফলাইন সেন্টারের ক্লাস।

সোমবার (১২ আগস্ট) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তথ্য জানায় টেন মিনিট স্কুল।

পোস্টে লেখা হয়েছে, ‘টেন মিনিট স্কুলের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস ও অফলাইন সেন্টারের ক্লাস আজ থেকে শুরু হচ্ছে আবারও।’

এর আগে, গত ২ আগস্ট অনির্দিষ্টকালের জন্য সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস বন্ধ ঘোষণা করেছিল টেন মিনিট স্কুল।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে বিনিয়োগ হারানো টেন মিনিট স্কুলসহ স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ