জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সকল ধরনের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ট্রেজারার, অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের সাথে শিক্ষার্থীদের বৈঠকে এ ঘোষণা দেন ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী।
এ সময় শিক্ষার্থীরা ৫ দফা পেশ করেন এবং ৫ দফা দাবি বাস্তবায়নে আগামীকাল বিকেল ৩টা পর্যন্ত আল্টিমেটাম দেন। দাবিগুলো হলো- ছাত্র-শিক্ষক, কর্মচারীদের সকল ধরনের রাজনীতি বাতিল, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষিকা নাজমুন নাহার লিপিকে স্থায়ী বহিষ্কার, দলীয় নিয়োগ বাতিল করতে হবে, ক্যাম্পাসের সামনের সব লেগুনা/বাস স্ট্যান্ড বন্ধ করতে হবে এবং ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাস শুরু করতে হবে।
এ ছাড়া ২০ সেপ্টেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ছাত্র সংসদ) জকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে একটি কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ