রাজধানীর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আমিরুল ইসলাম (পলাশ) এর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা কার্যক্রম।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন।
এতে অংশ নেয় প্রতিষ্ঠানটির কয়েক’শ শিক্ষার্থী। মিছিলটি কলেজের ভেতরের সড়ক কয়েকবার প্রদক্ষিণ করে। এরপর শিক্ষার্থীরা কলেজের সামনে প্রিন্সিপাল আবুল কাসেম সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় স্লোগানে শিক্ষার্থীরা বলেন, ‘দফা এক দাবি এক, অধ্যক্ষের পদত্যাগ’, ‘যেই শিক্ষক পাথর আনে, সেই শিক্ষক চাই না চাই না’, ‘যেই শিক্ষক বোতল আনে, সেই শিক্ষক চাই না চাই না’।
শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে মিরপুর হতে টেকনিক্যালমুখী সড়কের যান চালচল বন্ধ হয়ে যায়। ফলে মিরপুর রোড ও আবুল কাসেম সড়কে দেখা দেয় তীব্র যানজট।
জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলন দমনে দুইটি পিকাপে করে ২ টন পাথর আনা হয় অধ্যক্ষের পরামর্শে। এরপর সেই পাথর প্লাস্টিকের বস্তায় ভরে কলেজের ৭ ও ৮ নম্বর ভবনের ছাঁদের উপরে তুলে রাখা হয়৷ সাথে কোল্ড ড্রিংকসের কয়েক কেস কাচের বোতলও রাখা হয় ছাঁদের উপরে। পরিকল্পনা ছিল, বাঙলা কলেজে বা কলেজের সামনে দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে গেলে ছাঁদের উপর থেকে এগুলো নিক্ষেপ করবে ছাত্রলীগের নেতাকর্মীরা। উপাধ্যক্ষসহ কলেজের অন্যান্ন শিক্ষকরা বাঁধা দিলেও তাতে কর্ণপাত করেননি অধ্যক্ষ। নিজেকে ছাত্রলীগের ক্যাডার দাবি করে বাঁধাদানকারী শিক্ষকদের অন্যত্র বদলীর হুমকি দেন অধ্যক্ষ।
শেখ হাসিনার পদত্যাগের পরে শিক্ষার্থীরা ৭ ও ৮ নম্বর ভবনের ছাঁদে গিয়ে এসব পাথর ও কাচের বোতল দেখতে পান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন কলেজটির সাধারণ শিক্ষার্থীরা।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ