ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

অব্যাহতি চেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

প্রকাশনার সময়: ১২ আগস্ট ২০২৪, ১১:০০

পদ থেকে অব্যহতি চেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্যের সচিবালয়ের সচিব বরাবর অব্যহতির জন্য আবেদন করেন তিনি।

আবেদনপত্রে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৩/০৩/২০২৪ ইং তারিখের স্মারক নং - ৩৭.০০.০০০০.০৭৯.১১.০৪১.২৩.৯৭ এর প্রজ্ঞাপন অনুযায়ী ২০/০৩/২০২৪ তারিখের পূর্বাহ্নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে আমাকে উপাচার্যের দায়িত্ব পালন থেকে অব্যহতি প্রদান করে আমার মূল বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর (গ্রেড-১) পদে যোগদানের অনুমতি প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ বলেন, উপাচার্য আচার্যের কাছে অব্যহতির জন্য অনুরোধ করেছেন। এখনো অব্যহতি দেয়া হয়েছে এমন কোনো নির্দেশনা আসেনি।

উল্লেখ্য, শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়া, শিক্ষার্থীদের ওপরে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার দাবিতে উপাচার্যের পদত্যাগের আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবি শিক্ষার্থীরা। আল্টিমেটামের পরেও পদত্যাগ না করায় তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনকারীরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ