ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ

প্রকাশনার সময়: ১০ আগস্ট ২০২৪, ১৮:০৩

২০২২ সালে ভিসি বিরোধী আন্দোলনের পরও ঘুপটি মেরে বসে থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। এছাড়া শিক্ষার্থীদের আল্টিমেটামে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক, পরিবহন প্রশাসক এবং মেডিকেল প্রশাসকও পদত্যাগ করেছে বলে জানা যায়।

শনিবার (১০ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তবে উপাচার্যের পদত্যাগের এখনো কোনো প্রামাণিক পত্র রেজিস্ট্রার দপ্তর পায়নি বলে জানান তিনি।

রেজিস্ট্রার ফজলুর রহমান বলেন, উপাচার্যের পদত্যাগের বিষয়টি আমি শুনেছি। তবে দপ্তরে এখনো কোনো প্রামাণিক পত্র আসেনি।

তিনি আরও বলেন- ইতোমধ্যে গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার ইসলাম ও মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. আসিফ ইকবাল তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

এদিকে জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, শনিবার (১০ আগস্ট) দুপুরে উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দেন।

জানা যায়, ২০১৭ সালের ১৭ আগস্ট শাবিপ্রবির উপাচার্য হিসেবে আমিনুল হক ভুঁইয়ার স্থলাভিষিক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এরপর আবার ২য় মেয়াদে ২০২১ সালে ৩০ জুন তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ পান। এ নিয়ে মোট প্রায় ৭ বছর উপাচার্যের দায়িত্ব পালন করেন। ২০২৫ সালে আগস্ট মাসে তার উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বলে জানা যায়। কিন্তু সরকারের পতন ও শিক্ষার্থীদের আল্টিমেটামে তাকে পদত্যাগ করতে হয়।

এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সকল সদস্য ও আবাসিক হলগুলোর প্রভোস্ট বডির সদস্যরা রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেয়।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ