বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ রেদুয়ান সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (৯ আগস্ট) ময়মনসিংহের আকুয়ার চৌরঙ্গী মোড় এলাকায় বিকেল সাড়ে ৫টার দিকে ছাত্রদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তারা বেশ কিছু সময় সাগরের পরিবারের সাথে মতবিনিময় করেন এবং সমবেদনা প্রকাশ করেন।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শহীদ সাগরের পরিবারকে সহমর্মিতা জানান এবং যেকোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
এসময় বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে শহীদ পরিবারের এই ত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ রেখে পরিবারের সার্বক্ষণিক পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ