মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

খুবিতে কোটা আন্দোলনের কর্মসূচি স্থগিত ঘোষণা

প্রকাশনার সময়: ৩১ জুলাই ২০২৪, ১২:১৫

খুলনা সার্কিট হাউজে জনপ্রতিনিধি ও পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকের পর কোটা সংস্কার আন্দোলনের সকল কর্মসূচি স্থগিত করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমের প্রতিনিধিদের সামনে তারা এই ঘোষণা দেন।

কোটা সংস্কার আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের একজন পরিসংখ্যান ডিসিপ্লিনের তানভীর আহমেদ বলেন, ‘আমরা কোটা সংস্কার নিয়ে খুলনায় অসহিংস আন্দোলন করেছি। যখন দেখা যাচ্ছে সহিংসতার সম্ভাবনা আছে তখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত করছি।’

তানভীর বলেন, ‘ঢাকায় আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর মুগ্ধ ভাই নিহত হয়েছেন। তিনিসহ সব নিহতের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছি। প্রশাসন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।’

সভায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ