দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য গায়েবানা জানাজা পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
পূর্ব নির্ধারিত কর্মসূচিতে বুধবার (১৭ জুলাই) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থান করেন। এ সময় তারা, ‘আমার ভাই মরলো কেনো? প্রশাসন জবাব চাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘ঢাবিতে হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘জাবিতে হামলা কেন? প্রশাসন জবাব চাই’,‘চবিতে হামলা কেন? প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, চলমান পরিস্থিতিতে যে হায়নার দল আমাদের উপর নির্মম অত্যাচার করছে তা শক্ত হাতে সামলাতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের এখনো স্বাভাবিক অবস্থান বিরাজ করছে। যদি কেউ হামলা করতে আসে তাহলে আমরা সেটা ঐক্যবদ্ধ হয়ে সামলাবো।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ