ঢাকা, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

ইবি শিক্ষার্থীদের গণপদযাত্রা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশনার সময়: ১৪ জুলাই ২০২৪, ১৯:৩২

সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে গণপদযাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়াও একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন তারা।

রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় থেকে পদযাত্রা শুরু করেন তারা। এসময় পদযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

পদযাত্রায় তারা প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করেন তারা। এসময় তারা ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ এবং ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন তারা। জেলা প্রশাসক ও জেলা মাজিস্ট্রেট (ডিসি) এহেতেশাম রেজা ছুটিতে থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মহসীন উদ্দীন।

স্মারকলিপি দেওয়ার পরে সহকারী কমিশনার মহসীন উদ্দীন বলেন, আমরা প্রসিডিউর অনুযায়ী যথাস্থানে আপনাদের মেসেজ জানিয়ে দিব।

ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের আজকের দাবি রাষ্ট্রপতির কাছে। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের বার্তা পৌঁছাতে চাই। আমার চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশনে ডেকে কোটার যৌক্তিক সংস্কার করা হোক।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ