ঢাকা, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

পাবিপ্রবিতে ফল উৎসবের আয়োজন

প্রকাশনার সময়: ১৩ জুলাই ২০২৪, ২০:২০

চলতি মৌসুমের মৌসুমী ফল নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়েছে। দেশীয় দশ প্রজাতির ফল নিয়ে উৎসবটির আয়োজন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

শনিবার (১৩ জুলাই) আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় কর্মরত বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের নিয়ে এই উৎসব উদযাপন করেন পাবিপ্রবি প্রেসক্লাব।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম মোস্তফা কামাল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য অধ্যাপক ড. কে.এম. সালাহ উদ্দিন।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের এই ধরনের একটি আয়োজন দেখে আমি অত্যন্ত আনন্দিত। চারদিকে দীর্ঘদিন ধরে যে অস্থির এক পরিবেশ বিরাজ করছে সেই পরিবেশের মধ্যে আজ বিশ্ববিদ্যালয়ে একটি আনন্দঘন উৎসবমুখর পরিবেশ দেখতে পারছি। এখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে আনন্দিত করেছে। বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা সুন্দর একটি আয়োজন করতে পারে সেটি তারা প্রমাণ করে দেখিয়েছে, সেজন্য বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আশা করি আগামী দিনেও এমন সুন্দর আয়োজন চালিয়ে যাবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে.এম. সালাহ উদ্দিন বলেন, ‘আজকে আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের ফল উৎসব পালিত হচ্ছে। এখানে দেশীয় ফল দেখতে পাচ্ছি, যেগুলো সাংবাদিকরা প্রান্তিক মানুষদের কাছ থেকে সংগ্রহ করেছে বলে জেনেছি। এটা শুনে আমি অনেক খুশি হয়েছি। সাংবাদিকরা যে এদেশের সাধারণ মানুষের সাথে আছে এটা তার প্রমাণ। এ জন্য আমি প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠান সভাপতির বক্তব্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আজকের এই ফল উৎসবে আমরা সবাইকে পেয়ে আনন্দিত। আজকের অনুষ্ঠানের অতিথি, শিক্ষক, কর্মকর্তা সহ সকলের ব্যস্ততার পরেও সবাইকে আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ।’

অনুষ্ঠানে এ ছাড়াও বক্তব্য দেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মো. হাবিবুল্লাহ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ