ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

বাঙলা কলেজে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

প্রকাশনার সময়: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩০ | আপডেট: ১৩ মার্চ ২০২২, ১৭:১৩

দিনব্যাপী বর্ণিল আয়োজনে বাঙলা কলেজে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বাঙলা কলেজে নানান আয়োজন করা হয়।

সকাল ১০ টায় বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর বাঙলা কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ এবং দুপুর ১২ ঘটিকায় কেক কাটা হয়। বাদ জোহর কলেজের কেন্দ্রীয় মসজিদে মননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং দেশের মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও, বাঁধন-বাঙলা কলেজের উদ্যোগে কলেজ প্রশাসনের সহায়তায় দুই দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। যারা এক সময় বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি বলে ব্যঙ্গ করেছিল তারাই আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আর এই সব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে।

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকীতে মহান সৃষ্টিকর্তার নিকট তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এসএম মাহবুবুল আলমসহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ