ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

ইবিতে পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশনার সময়: ১২ জুলাই ২০২৪, ১৯:২৪

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১২জুলাই) বিকেল সাড়ে ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্যাম্পাডের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন শিক্ষার্থীরা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেন, সারা দেশে চলমান শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বর্বর হামলা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। হামলা করে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না।

তারা আরও বলেন, আমার ভাইয়ের বুকে গুলি চালানো হয়েছে এবং বোনের গায়ে হাত তোলা হয়েছে। আমরা তাদের রক্ত বৃথা যেতে দিবো না। বাংলাদেশের যেকোনো প্রান্তে কোনো ছাত্রের গায়ে ফুলের একটি টোকা পড়লেও ইবির সাধারণ শিক্ষার্থীরা ছাড় দিবে না।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ