ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

কোটা বাতিলের দাবিতে টাঙ্গাইল-নাগরপুর সড়ক অবরোধ 

প্রকাশনার সময়: ১০ জুলাই ২০২৪, ১৭:১৭

কোটা বাতিলের দাবিতে টাঙ্গাইলে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার থেকে দেড়টা পর্যন্ত টাঙ্গাইল- নাগরপুর-আরিচা আঞ্চলিক সড়কের কাগমারী মোড়ে এ সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা কোটা বাতিলেরদাবিতে বিভিন্ন স্লোগানের দিতে থাকে। এতে সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

শিক্ষার্থীরা বলেন, যে পরিমাণ কোটা, তাতে দেশের মেধাবীরা চাকরি না পেয়ে দেশের বাইরে চলে যাবে, দেশে সরকারি চাকরিতে করার আগ্রহও হারাবে। বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। এ বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

এর আগে সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। পরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক হয়ে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাগমারি মোড়ে অবস্থান নেয়।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ