কোটা প্রথার বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে আবারও অবরোধ করে রেখেছেন সিলেট-সুনামগঞ্জ সড়ক।
সোমবার (৮ জুলাই) বেলা ৪টার দিকে শাবিপ্রবির মূল ফটকের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে সড়ক অবরোধের ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাসের গোলচত্বরে ছাত্র সমাবেশ করে আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের দাবি হলো- সরকারী চাকুরিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সকল ধরণের বৈষম্যমুলক কোটা বাতিল করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর কথা মাথায় রেখে স্বল্প কিছু কোটা রেখে সংসদে আইন করে এই কোটা বৈষম্যের ইতি টানতে হবে।
আন্দোলনকারী শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, আজ সারা বাংলার ছাত্রসমাজ একযোগে কোটা প্রথার বিরুদ্ধে মাঠে নেমেছে। সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক যে কোটা রাখা হয়েছে, তা বাতিল করা হোক। অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ