ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৩ হাজার ৭০৯ শিক্ষার্থী

প্রকাশনার সময়: ০২ জুলাই ২০২৪, ১৮:১২

চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষার আজ দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৭০৯ জন শিক্ষার্থী। এদিনে অসদুপায় অবলম্বনের দায়ে ২০ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ১৯ জন পরীক্ষার্থী, একজন পরিদর্শক।

মঙ্গলবার (২ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, ওই বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে। যা আগামী ১১ জুলাই শুরু হবে।

এ দিন সাধারণ আটটি বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আটটি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল নয় লাখ ৩২ হাজার ৫০৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে নয় লাখ ২২ হাজার ৬২ জন। অনুপস্থিত ছিল ১০ হাজার ৪৪০ জন। আট বোর্ডে অনুপস্থিত হার ছিল ১. ১২ শতাংশ। বিভিন্ন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ১৬ জনকে। এর মধ্যে একজন পরিদর্শক, বাকি ১৫ জন পরীক্ষার্থী।

এদিকে, মাদ্রাসা শিক্ষাবোর্ডে (সিলেট বিভাগ বাদে) আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। এই বোর্ডে পরীক্ষার্থী ছিল ৭৮ হাজার ২৭৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৫ হাজার নয় জন। অনুপস্থিত ছিল তিন হাজার ২৬৯ জন। এই বোর্ডে অনুপস্থিত হার ৪.১৭ শতাংশ। বহিষ্কার হয়েছে চারজন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ