সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহারের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তারা।
সোমবার (১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশনের পৃথক এ কর্মসূচির আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এ এস এমন সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মাসুদার রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ইকবাল বাহার বিদ্যুৎ এবং যুগ্ম- সাধারণ সম্পাদক আজাদ খান ভাসানী প্রমুখ।
এ ছাড়া প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনর দাবি জানান শিক্ষক সমিতি।
অপরদিকে, কর্মকর্তাদের জন্য ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালার ১২ দফা সংযোজনের দাবি করেন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা।
এ সময় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের নাম দ্রুত প্রত্যাহার করতে হবে। এ ছাড়া অন্যন্য দাবিগুলোও দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমাদের এ আন্দোলন বৃহস্পতিবার পর্যন্ত অর্ধদিবস করে চলবে। দাবি আদায় না হলে বৃহস্পতিবার থেকে কঠোর আন্দোলন চলবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও অনন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ