ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

পরীক্ষার্থীদের সময় নষ্ট হবে ভেবে কেন্দ্র পরিদর্শনে যাননি শিক্ষামন্ত্রী

প্রকাশনার সময়: ৩০ জুন ২০২৪, ১৩:১৪ | আপডেট: ৩০ জুন ২০২৪, ১৭:৫৭

জটলা তৈরি এবং পরীক্ষার্থীদের সময় নষ্ট হওয়ার শঙ্কায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাননি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গত এসএসসি পরীক্ষায়ও তিনি কেন্দ্রে যাননি।

রোববার (৩০ জুন) থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায়ও তিনি কোনো কেন্দ্র পরিদর্শনে যাবেন না।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষা নিয়ে বিকেলে বিস্তারিতভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন শিক্ষামন্ত্রী।

সকাল দশটা থেকে সিলেট বাদে বাকি বিভাগগুলোতে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলবে দুপুর ১টা পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বলেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ন্যায় এবারও পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী। তবে তিনি বিকেল ৫টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ