ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

ঢাবির হল ক্যান্টিনে তরকারিতে ১০ টাকার নোট!

প্রকাশনার সময়: ২৮ জুন ২০২৪, ২১:০২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে ক্যান্টিনে খাসির মাংসের তরকারিতে ১০ টাকার একটি নোট পাওয়া গেছে।

শুক্রবার (২৮জুন) দুপুর ২টার দিকে হলটির ২য় বর্ষের শিক্ষার্থী শামীম ক্যান্টিনে খাবার খেতে গেলে এ দৃশ্য দেখতে পান। পরে সেটির ছবি তুলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করলে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং শিক্ষার্থীরা এ নিয়ে হাস্যরসাত্মক বিভিন্ন কথা-বার্তা বলতে থাকেন।

শিক্ষার্থী কাজী শামীম জানান, দুপুরে খাওয়ার জন্য খাসির মাংস অর্ডার করি। খাবার দেওয়ার পর হাত দিয়েই দেখি ভেতরে ১০ টাকার নোট। পরে পরিচালককে জিজ্ঞেস করলে তিনি দুঃখ প্রকাশ করে খাবার রিপ্লেস করে দেয়।

এ বিষয়ে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের এই শিক্ষার্থী।

ক্যান্টিনে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরাও খাসির মাংস অর্ডার করেছিলাম। কিন্তু এটি দেখার পর খাওয়ার রুচি পাইনি। তাই আর খাইনি।

ক্যান্টিনের পরিচালক রিপন মোহাম্মদ বলেন, জুমার নামাজের পর সবাই একসঙ্গে খেতে আসে। ভিড়ের মধ্যে ভুলে তরকারির মধ্যে নোটটি পড়ে গেছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ