ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন

প্রকাশনার সময়: ২৫ জুন ২০২৪, ২০:০০

৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পুনর্বিন্যাসকৃত তারিখ ও সময়সূচি অনুযায়ী, আগামী ৯ জুলাই থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ জুন) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি কমিশন সচিবালয়ের ২৯ এপ্রিলের বিজ্ঞপ্তিটি আংশিক পুনর্বিন্যাস করা হয়েছে। পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী আগামী ৯ জুলাই থেকে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর প্রধান কার্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৩০ এপ্রিল ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করে পিএসসি। যেখানে ৮ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ